পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে শুক্রবার থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু করেছে 'বঙ্গধ্বনি' যাত্রা। জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের সাফল্য তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য।
তৃণমূলের নেতা-মন্ত্রীরা ঢাক-কাঁসর নিয়ে বেড়িয়ে পড়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। লোকসঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হচ্ছে সরকারের সাফল্য।
তৃণমূল নেতারা জানান, এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে বিজেপির কুৎসার জবাব দেয়া হবে। জনগণের ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সাফল্য তুলে ধরা হবে।
কিছুদিন আগেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। প্রশাসনিক বিভিন্ন কল্যাণমূলক কাজের সুবিধা মানুষের ঘরের দুয়ারে পৌঁছে দেয়াই এই কর্মসূচির উদ্দেশ্য।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের সাফল্যের 'রিপোর্ট কার্ড' প্রকাশ করেছেন। এতে গত ৯ বছরে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান রয়েছে।
বিরোধীরা অবশ্য বলছেন, ভোটের আগে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল সরকার।
পাল্টা হিসাবে বিজেপি শুরু করেছে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি।